খেয়াল করে দেখবেন ,
পুকুরের পাড় কখনো ভেঙে পড়ে না ,আর নদীর পাড় কে বাঁধ দিয়েও রক্ষা করা যায় না।
এর কারণ হল পুকুরের জলের গতি নেই তাই পাড় ভাঙ্গে না, আর নদীর জলের গতি বেশি হওয়ায় তার পাড় রক্ষা করা যায় না।
খেয়াল করে দেখবেন
আপনার মোবাইলটা হাত থেকে অনেক দিন পড়েছে কিন্তু ভাঙ্গেনি ,কিন্তু যেদিন এটাকে আছাড় মারলেন সে দিন ভেঙে গেছে।
এর কারণ হল হাত থেকে পড়ার সময় গতি কম ছিল তাই মোবাইল ভাঙ্গেনি ,আছাড় মারার সময় গতি বেশি হওয়ায় মোবাইলটা ভেঙে গেছে
খেয়াল করে দেখবেন
প্রতিদিন মৃদুমন্দ বাতাস বয় কিন্তু এতে গাছপালা ঘরবাড়ি ভাঙ্গে না, কিন্তু ঝড় হলে শক্ত ঘরবাড়ি গাছপালা ও ভেঙে যায়।
এর কারণ হলো মৃদু বাতাসে গতি কম থাকে তাই কিছু ভাঙে না ,আর ঝড়ের সময় বাতাসের গতি বেশি থাকে তাই সব তছনছ হয়ে যায়।
অতিরিক্ত তাড়াহুড়া তড়িঘড়ি উশৃংখলতা ও সীমাহীন গতির মধ্যে কোন কল্যাণ নেই ,আছে বিপদ আপদ দুর্ঘটনার আশঙ্কা।
এগুলো আমার কথা নয় প্রকৃতির শিক্ষা।
প্রকৃতির শিক্ষা কখনো ভুল হয় না।
তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাইক চালানোর সময় লক্ষ্য রাখুন বাইকের গতি যেন সীমা ছাড়িয়ে না যায়।
জীবন একটাই একে উপভোগের নামে অবহেলা করা মোটেও উচিত নয়।
কখনো কি ভেবে দেখেছেন আপনার অবহেলা ও মনোযোগ আর অতিরিক্ত গতির কারণে সত্যি যদি কোন দূর্ঘটনা ঘটে যায় ,আর আপনি তাতে বিকলাঙ্গ হয়ে পড়েন ,তাহলে আপনার অবস্থা কি হবে?
আপনার ভুলের কারণে আপনাকে পঙ্গু জীবন যাপন করতে হবে।
পরিবার-পরিজন এর কাছে হবেন অবহেলার পাত্র।
অর্থনৈতিক ব্যাপারে সারা জীবন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে।
বিয়ে না করে থাকলে ভাল একজন জীবনসঙ্গী খুঁজে পাবেন না।
আর বিয়ে করে থাকলে স্ত্রীর কাছে একজন অক্ষম অযোগ্য স্বামী হিসেবে বেঁচে থাকতে হবে।
নিজের অক্ষমতার কারণে ছেলেমেয়েদের কাছে বারবার অবমূল্যায়িত হতে হবে।
জীবন আপনার একে সুন্দর ভাবে পরিচালিত করার দায়িত্ব আপনার।
জীবনকে অবহেলা নয় ভালবাসুন।
আর জীবনের জন্যই বাইকের গতি কমিয়ে রাখুন